চাইলে তুমি নিতে  পারো এক মুঠো রোদ্দুর
কিংবা  কুয়াশার জলে ভিজে থাকা সকালের
শিউলিফুল ।
বিন্দু বিন্দু করে গড়ে ওঠা আমাদের  ভালোবাসা
অমলিন থাকুক তোমার চোখের ভাষা।
শ্রাবণ সন্ধ্যায় গুনগুনিয়ে গেয়ে যাওয়া রবি ঠাকুরের গান
এখনো বাজে আমার অন্তরে
প্রশমিত  করে আমার দেহ  মন প্রাণ।
রাতের তারা উঠেছে আজ পশ্চিমের আকাশে
তুমি ঘুমিয়ে আছো
তোমায় আজ কে ফেরাবে
স্বপ্নপুরিরে রাজ্য থেকে।
  ঘুমিয়ে থাকো তুমি আজ
নয়ন কারা জোছনা রাত
সকাল হলে ফিরে এসো
খোলা আছে আমার গড়া
ভিন্ন এক রাজ প্রাসাদ।