আমি চাইনে আমার নিথর দেহ মাটি চাপা দেয়ার সাথে সাথে সাথে
চোখ গুলো মাটিতে মিশে যাক।
আমি চাইনে
পিপড়া  কিংবা বিটল কোন কীটপতঙ্গের এই চোখ খাদ্য বস্তু হোক ।


আমি চাই  কারো অন্ধকারাচ্ছন্ন জীবনে  আলো হয়ে ফিরে আসি।
দৃষ্টি ফেরা
ব্যক্তির যত্ন করে রাখা  আমার চোখ গুলি দিয়ে  
বৃক্ষাদির বাতাসে দোল খাওয়া দেখি।
টিনের চালে ভরদুপুরে বৃষ্টি পড়া দেখি।
নবজাতক বাচ্চার সাথে মায়ের ভালোবাসা দেখি।
বেলা শেষে  শ্রমিকের মেহনতি  দুই হাতে
পরিবারের জন্য  বাজারে  থেকে ব্যাগ ভর্তি  খরচাপাতি  নিয়ে যাওয়া দেখি।
রাতে উত্তর মেরু অক্ষ বরাবর দৃশ্যমান
ধ্রুবতারা দেখি ।


আমার ইচ্ছে
ধরণীর সাথে দেহ মিশে গেলেও
অন্য কারোর দেহে এই দুটি চোখ দিয়ে
আর কিছু দিন দেখি