তুমি দেখছো ইতিহাসের পুনরাবৃতি হচ্ছে
রাষ্ট্র গুলি ধর্ম নিয়ে মেতে উঠেছে
রক্তের খেলায়।
তুমি  দেখো একবার
পক্ষে বিপক্ষে চলছে কথার লড়াই।
কবে হবে শেষ
ধর্মের দোহাই দিয়ে
লেলিয়ে দেয়া
ক্ষমতালোভিদের লড়াই।
মৌলিক চাহিদা দিতে রাষ্ট্র আমাদের ব্যর্থ
সেই কথা গুলি ভুলিয়ে দিয়েছে  বেমালুম
লাগিয়ে ধর্মে ধর্মে যুদ্ধ। 
লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য দিনের পণ্য
তা নিয়ে কোন জবাবদিহিতা নেই
নেতারা আছে মোহা সুখে
লাগিয়ে ধর্ম যুদ্ধ।
ঘর পুড়ছে মসজিদ পুড়ছে
ভাঙছে মন্দিরের মূর্তি
আলাদা ভাবে সবাই ক্ষতিগ্রস্ত
ফয়দা আমলা মন্ত্রীর।
 সুশিক্ষত হলে জনগণ
বুঝবে তাদের ফন্দি
তাইতো বাজেটে প্রতিবার কমে
শিক্ষাবিস্তারের খরচা পাতি।
জুলুম হচ্ছে দিনেরাতে
করছে হরণ নাগরিক অধিকার
সব কিছু ভুলে গিয়ে
ব্যস্ত সবাই কার ধর্ম শ্রেষ্ঠ
গলা ফাটিয়ে চিৎকার।