এই মধ্যরাতে এলো ঝুম বৃষ্টি
ভিজিয়ে দিল টিনের চাল
ঢুবিয়ে দিলো পুরো শহরের পথ।
এই বৃষ্টি
এলে তুমি পুরনো রুপে
লহরী হয়ে
রমণীর মুখ মনে করিয়ে দিলে।
এই মেঘজমা তিমির রাতে
ইচ্ছে করে বিহঙ্গ হয়ে
ছুটে যাই তাহার অম্বরে।
সম্ভব নয় জানি আমি
আসবে না সেই ক্ষণ
গভীর রাতে বৃষ্টিজলে
মিশে যাক আমার দুই নয়ণের অশ্রুজল