রাষ্ট্রহীন রোহিঙ্গা কিংবা প্যালেস্টাইনের
গৃহ বিতাড়িত সাধারণ নাগরিকের
পাশে থাকার কথা ছিলো আমাদের।


কথা ছিলো এই পৃথবীতে জন্ম নেয়া প্রতিটি শিশু
পাবে সমান অধিকার।


কথা ছিলো  স্বাভাবিক মৃত্যু
প্রিয়জনদের পাশে থেকে হবার।


কথা ছিলো
পরাগ রেণুর স্বাভাবিক স্থানান্তর
পরাগায়ন হবে
পতঙ্গপরাগী ফুলে ছেয়ে যাবে
এই বৈচিত্র্যময় ধরণী।


কিন্তু একি?
রাসায়নিক বিক্রিয়ার তীব্র  কম্পন আর ধোঁয়াতে
উস্কে দেয়া ধর্ম ও জাতীয়তাবাদের বিভেদে
স্লোগান মিছিলে ব্যস্ত।