ভেবেছিলাম এইবার হয়তো মুক্তি পাবো
দূর আকাশে চেয়ে থেকে ব্যাথা গুলো
ভুলে যাবো।
হলো কই আর মুক্তি?
কমরেড তোমার কথাই সত্যি
মুক্তিকামী মানুষ আমরণ
যুদ্ধ করে।
শেষ বিকেলে  সূর্য ডোবার আগে
হয়তো কোন নদীর ধারে,
কিংবা ছাতিম গাছের নীচে
নিথর দেহ পড়ে থাকে।