ফেলে আসা দিন চেয়েছিলাম
ফেলে আসা কান্না থামিয়ে দিতে চেয়েছিলাম।
ফেলে আসা সুখেরকাঁটা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছিলাম
প্রাণচঞ্চল দেহ কে নিথর হতে দেখেছিলাম।
প্রভুপরায়ণ হয়ে নিরবচ্ছিন্ন ইবাদত করেছিলাম
পাহাড়চূড়া থেকে নদীর আঁকাবাঁকা পথ দেখে উচ্ছোষিত হয়ে ছিলাম।
ঘাসফড়িঙ এর সাথে লুকোচুরি খেলে ক্লান্ত হয়ে
সবুজ মাঠে শুয়ে আকাশের দিকে চেয়েছিলাম।
রাতের তারাজগত এর দূরত্ব কে দূরে ঠেলে
নিজের অস্তিত্ব খুঁজে চলেছিলম।
মধ্যরাতে বৃষ্টিজল এর টাপুরটুপুর শব্দ কে
বালিকাবধূর মধুরভাষী সুর ভেবেছিলাম।
দেহ থেকে মন আলাদা হয়ে মস্তিষ্ক ঘুমিয়ে যাচ্ছিল যখন
তখন কাছের মানুষটির হাত শক্ত করে ধরে বলেছিলাম
এইবার নিজের একটু খেয়াল রেখো।