কিহে দোদুল্যমান কোমরখানি ডাকছে তোমায়,
ছদ্মনামের ভিড়ে,চোখ আজ আমায় হারায়।।
স্নিগ্ধ চুলের গন্ধে মাতাই অঙ্গ তোমার
রঙ্গমঞ্চ আমায় খোঁজে অপরিচিত এক শরীরী খেলায়।।


নামের পাশে ছদ্মনামে,লোকে ডাকে বেশ্যারানী,
আমরাও তো জীবন আছে,আছে এক কাহিনী।।
সে কাহিনী সহ্যক্ষমতার ঊর্ধ্বগামী,আর বেদনাদায়ক,
রোজই আমি নায়িকা,আর খদ্দের আমার নায়ক।।


যতই বলো নোংরা স্বভাব,এতেই আমার পেট চলে,
যার স্বামী আমায় খায়,সেই নাকি আমাকে বেশ্যা বলে।।
হ্যাঁ আমি বেশ্যা,তাই বলে কি নেই আমার দাম,
যতবড়োই হই না কেন,বেশ্যা আমার ছদ্মনাম।।