আষাঢ় মাসে বর্ষা নামে
বৃষ্টি পড়ে খসে,
জনমানব সারা বেলা
ঘরে থাকে বসে।


নদী নালা বিল প্রণালী
পানিতে যায় ভরে,
বানে ভেসে মানুষ সবে
বাঁচে মেহনত করে।


সহায় সম্বল সবকিছু তো
আছে তাদের গাঁয়ে,
ঘরবাড়ি যে পানির নিচে
ভাসছে তারা নায়ে।


বানের জলে ভাসে ডুবে
বাঁচতে বড় যে দায়,
বেঁচে থাকার জন্য তারা
খাদ্য,বেড়িবাঁধ চায়।


সমাজের সব বিত্তশালী
ধনী ব্যক্তি সবে,
দূর করিলে তাদের দুঃখ
সহায় হবেন রবে।