মহামারি ভুবন জুড়ে
মরছে মানুষ কতো,
হাসি খুশি জীবনযাত্রা
নেইতো আগের মতো।


বিশ্বটা আজ থমকে গেছে
এক করোনার ডরে,
করোনা ভয় ভুবন জুড়ে
মানুষ চুপে ঘরে।


লকডাউনে কর্মজীবীর
ক্ষুধার জ্বালা বড়ো,
বাঁচার মতো খাবার পেতে
জীবন নিয়ে লড়ো।


ব্যবসা গেলো চাকরি গেলো
ফসল গেলো বানে,
মহামারীর আজাব  হতে
বাঁচাও প্রভু প্রাণে।


একলা বসে ভাবতে থাকি
মনটা নয় যে ভালো,
খুলবে কবে সকল কিছু
ফুটবে হাসির আলো।