শেক্সপীরীয় -ABAB CDCD EFED GG


দেশের কৃষক তুমি.. কর ক্ষেতে চাষ
শক্ত হাতে চাষাবাদ.. করো হাল ধরে,
দিবানিশি রোদ বৃষ্টি..খাটো বারোমাস
তবুও অভাব থাকে... তোমাদের ঘরে।
মুক্ত আকাশের নিচে..রাশি-রাশি ধান।
ক্ষুধায় পেটটা জ্বলে... সহ্য ধৈর্য ধরো।
কৃষকের মুখে হাসি .... ছুঁয়ে যায় প্রাণ।
তোমার জীবন গেলো..তবু কাজ করো।


চাষী আসল সাধক.....বাকিরা নকল।
চাষীর মুখের হাসি....অকপটতা ভরা।
দেশের চাষা ফলায়.... সোনার ফসল।
কৃষকের জন্য আজি...শ্যামলতা ধরা।
কৃষকের জন্য মোরা..পাচ্ছি ভবে অন্ন,
সভ্য সমাজ কভু কি..ভাবি ওদের জন্য।