চারিদিকে        লকডাউন আর
        হাহাকারের মাঝে,
মন বসেনা          পড়তে আমার
      কিংবা কোনো কাজে।


মহামারি          চলছে এখন
       বাইরে যেতে মানা,
ঘরে বসেই          কাটছে সময়
       সুখে আছি তা-না।


বিদ্যালয়ে          ঝুলছে তালা
      নেইতো পড়া-লেখা,
হেসে খেলে        দিন চলে যায়
       কিছুই হয়না শেখা।


বই খাতারা           ঘুমিয়ে রয়
      করবে কি আর বলো,
বিদ্যালয়ে            যাইনি আমি
       বছরখানেক হলো।


হয়না দেখা           বন্ধু সকল
      মনটা নয় যে ভালো,
খুলবে কবে           সকল কিছু
       ফুটবে হাসির আলো।