চারিদিকে হত্যা লুটপাট ভাই
হাহাকারে চিৎকার শান্তি নাই
সমাজ দেশে শত্রুর নিধন চাই
ঔক্য ছাড়া জয়ের আশা নাই।


জালিম,ধর্ষক ভরে গেছে দেশ
ওদের মনে নেইতো ভয়ের লেশ
দুর্নীতি,ঘুস চলতেছে খুব বেশ,
এসব আজি করতে হবে শেষ।


মিথ্যার জালটা জ্বলে পুড়ে ছাই
সুন্দর সমাজ গড়তে সবে যাই।
বিভেদ করার সময় কারো নাই,
প্রতিবাদের পথ যেনো সব পাই।


জীবন যৌবন হয় একদা লয়,
ওদের ভয়ে পিছনে আর নয়।
অত্যাচারের নাহি করো ভয়,
আমরা সবে যুদ্ধে করবো জয়।


জাগাও উদ্যম সাহস মনে ধীর,
ঔক্য নিয়ে প্রতিজ্ঞা কর স্থির।
রাখো উঁচু নিত্য তোমার শির,
প্রতিবাদে জেগে ওঠো বীর।


১৫ জুন ২০২১, মাইজদী