সবুজ শ্যামল শস্যে ভরা
আমাদের এই সু-দেশ,
লাখো বীরের রক্তে ভেজা
প্রিয় ভূমি  যে খেশ।


প্রাতে পুবে রবি ওঠে
বঙ্গদেশের  বুকে,
চাষীরা ধান কাটে মাঠে
দিন কেটে যায় সুখে।


দিগন্তব্যপী মাঠে ঘাটে
পক্ষী ডাকে ঝাঁকে,
নদী নালা খালে বিলে
চলে বাঁকে বাঁকে।


শীতল সবুজ তরু কুঞ্জ
পত্রে বিন্দু সু-জল,
সর্বত্র আজ মায়া টলমল
ঝিলে ফোটে কমল।


ফুলে ফসল গগন সমীর
হৃদয় কাড়ে খুব বেশ,
এদেশ আমার জন্মভূমি
প্রিয় এই বাংলাদেশ।