নিঝুমদ্বীপ, তুমি মেঘনার বুকে পলিমাটির ভূখন্ড।
নিঝুমদ্বীপ,স্নিগ্ধ প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য।।
যার আকাশ বাতাসে মিশে আছে কোমলতা।
নেই শহরের কোলাহল, হিমেল হাওয়া
                  বয়ে যায় ঢেউয়ের মতন।
সবুজ বনে ছুটে মায়া হরিণ ডাকে,
             পাড়ের বালি রোদে চিক চিক করে,
সূর্যোদয় আর সূর্যাস্তের মাঝে,
                বেলা যায় জীবনের ঢেউ তোলে।
এই জনপদে পা রেখে কত মানুষ হয়েছে যে সুখী,
দুঃখের গ্লানি মুছে দ্বীপ তাদের বরন করেছে অতি।
পিপাসুরা খুঁজে পেল বারির ধারা,
             দিয়েছো তাদের তুমি প্রশান্তির ছায়া।
তোমার সৌন্দর্যে সাইবেরিয়া থেকে
              উড়ে আসে অজানা কতো পাখি,
বন বাদাড়ে খালে আর বিলে রেখে চলে তারা সব স্মৃতি।
টেকনাফ-তেতুলিয়া,দেশ হতে দেশে,কোথাওপায়নি খুঁজে
যেথায় বন নদী সাগর প্রণালী একসাথে মিশে গেছে।
রুপ রস লাবণ্যে পূর্ণ তুমি বিধাতার সেরা দান।
এতসব আশির্বাদ পেয়ে ভরে যায় এই প্রাণ।
নিঝুমদ্বীপ, তুমি পথিকের দুঃখে করেছো উপকার।
নিঝুমদ্বীপ, তুমি বাংলার বুকে এক শ্রেষ্ঠ উপহার।