মালিক তুমি দয়ার সাগর
তুমি রহমান,
তোমার হুকুম পেয়ে সিন্ধু
আজও বহমান।
পাথার গিরি তোমার নামে
জিকির করে যায়,
জিকিরেতে তোমার মায়া
আরও বেশি পায়।
রবি শশী দিয়ে এই গগন
তুমি কৃপাময়,
তোমার দয়ার নাই সীমা
তুমি দয়াময়।
তোমার কৃপায় আছি বেঁচে
এই দুনিয়ায় পরে,
তোমার স্নেহ পেয়েছি তাই
সুখী জীবন ভরে।


বি.দ্র.এটি গজল হিসেবে গাইতে পারবেন।
আমার প্রথম সাহিত্য পত্রিকায় লেখাটি
প্রকাশিত হয়। এর পর থেকে সাহিত্যের
প্রতি উন্মেষ ঘটতে থাকে।