তুমি আছো বলেই আমি যেন  স্বপ্নপাখি,
সবকিছুতেই উদ্দীপনা নিয়েই বেঁচে থাকি।
ছন্দে আনন্দে কেটে যায় রাত আর দিন,
এভাবেই কষ্টকে ভুলে যাচ্ছি দিনকে দিন।
তুমি সাগর বলেই আমি যেন পাহাড়ি নদী,
অবিরাম স্রোতে  বেয়ে চলি তোমারি প্রতি।
বর্ণিল সাজে  মাধুর্যে প্রকৃতির স্নিগ্ধতায়,
আমি আনন্দে আত্মহারা তোমারি ছোঁয়ায়।
তুমি আছো বলেই কোমল হিমেল হাওয়ায়,
সবকিছু ভালোলাগে বেলা আর অবেলায়।
নক্ষত্রহীন গ্যালাক্সির মাঝে প্রীতির অম্বরে,
আশার আলো জ্বলে মোর তোমা হাসি বলে।
তুমি আছো বলে পৃথিবীটা লাগে এত আপন,
জোনাকির গানে চোখ মেলে চাঁদ উঠে এমন।
তোমার আমার শৃঙ্খল যেনো চীনের মহাপ্রাচীর,
স্বপ্নগুলো ভাবতে ভাবতে  হয়ে যায় অতি অধীর।
যদি সাইবেরিয়ার শুভ্র তুষারে কোন একদিন,
সবুজ ফসল ফলে যায়,তবুও তুমি রবে আমার।
যদি প্রবাহমান নীলনদও একদিন শুকিয়ে যায়,
তবুও প্রণয়ে নিশিদিন, আমি থাকবো তোমার।