চল হারিয়ে যাই মাঝরাতে,
স্নিগ্ধ হাওয়ার ভেলায় ভেসে
জোনাকিদের সঙ্গী হয়ে অচিনপুরে।


পরিযায়ি পাখি হয়ে-
হাজার মাইল পথ পেরিয়ে
চল উড়ে যাই সমুদ্রপারে,
সেই একই ঠিকানায় পৌঁছানোর বিশ্বাসে।


জ্যোৎস্না রাতে কালিন্দীর বুকে ভেসে
হাতে হাত রেখে ঝিঁঝিঁদের গানে
জীবনানন্দের কবিতায় চল যাই মিশে।


চল তোর হাত ধরে যাই অভিসারে,
জনশূন্য আঁকাবাঁকা পথ দিয়ে
ভাসিয়ে হিয়া মেঘমল্লার রাগে,
পায়ে পায়ে, ঝিরঝিরে বৃষ্টিতে।


চল নূতন করে খুঁজি ভালোবাসার মানে,
মুছে ফেলে সব রাগ সঙ্কোচ, একসাথে
আরও একবার নূতন করে বাঁচার আশ্বাসে।


*************  *************