কে যায় ও?
ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা কোন মানুষ ?
নাকি অরধনগ্ন ঘৃণ্য কোন আত্মা ?
শূন্যদৃষ্টি , দুর্গন্ধময়, ময়লামাখা ।
ধিক্কার রব ওঠে দুপাশের খোলা জানালায় ।
দু একটা পচা টমাটো ছিটকে আসে,
তবু চোখের পলক পড়ে না ।
ধীর পায়ে হেঁটে যায় সেই মৃত মানুষটা ।
চিতার লালায়িত শিখায় জ্বলছে প্রান,
আত্মদগ্ধ , নিঃসহায় ।
যে হাত ধরে না কেউ ,
সেই হাতেও একদিন ছিল কোন স্নিগ্ধ হাত,
একসাথে হেঁটেছিল বছর পাঁচেক পথ ।
যেই চোখে আজ জাগতিক শূন্যতা,
সেই চোখও দেখেছিল অমলিন ভালোবাসা ।
বুকে হেলিয়ে দিয়েছিল মাথা পরম বিশ্বাসে।
ক্ষণিকের পাশবিক প্রবৃত্তিতে
হারিয়ে গেছে আজ সব স্নিগ্ধতা ,
ধ্বংস করেছে আজ হাজার বছরের বিশ্বাস ,
নিজেরই অজান্তে ।
সব হারানোর যন্ত্রণা দলা পাকিয়েছে গলায়,
তবু চোখের জলে মুছেনি ময়লা।
বিষাক্ত নিঃশ্বাসে জীবনের নীলছবি,
আত্মদগ্ধ কে যায় ও ?
মানুষ ? নাকি আদিম যুগের মানুষরূপী ধিক্কার ?