এসেছে সময়, নাঙর তোল ভাই,
দিতে হবে পাড়ি, জীবনের অজানা সমুদ্রে।
বিদায় জানাবার সময় এসেছে ঘনিয়ে,
আছে যত স্মৃতি এ দ্বীপের অণুতে অণুতে।
এসেছে সময়, নাঙর তোল ভাই।
অশান্ত মন আর ভালোবাসার আগল ভেঙে,
যেতে হবে চলে,অজানা কোন দেশে,
অচিনপাখির গানে,নিস্তব্ধতায় যেতে হবে ভেসে।
এসেছে সময়, নাঙর তোল ভাই,
হারিয়ে যাওয়ার সময় এসেছে ঘাটে।
আকাশের চাঁদ,রাতজাগা পাখি
আর জোনাকিরা থাক সুখে,
হারানো স্বপ্ন আর গল্পেরা থাক জেগে,
অপেক্ষায় থাক নূতন কোন নাবিকের খোঁজে।
এসেছে সময়, নাঙর তোল ভাই,
দিতে হবে পাড়ি, সবহারাদের দেশে।