তুমি কি জানো কবিতারা কোথায় আছে?
কবিতারা কোথায় থাকে?
তারা বলেছিলো যখনই ডাকবো তাদের
তারা আসবে, থাকবে আমার পাশে.
মাসের পর মাস কেটে গেছে,
তবু তারা আসেনি.
আমি খুঁজেছি তাদের মাঠে, বনে-জঙ্গলে,
জ্যোৎস্না প্লাবিত পূর্ণিমার রাতে একলা ছাদে,
ঝমঝমিয়ে বৃষ্টিতে সবুজে সবুজ ধানের ক্ষেতে,
আবার, খুঁজেছি তাদের ঘন মেঘের বুকে বিদ্যুতের রুদ্র ঝলকানিতে.
তবু দেখা পাইনি l
দেখা পেলাম সেদিন, যেদিন তুমি এসেছিলে
খোলা চুলে, কাজল চোখে l
বৃষ্টির আলিঙ্গনে সিক্তবসনা তুমি
চলেছিলে শান্ত পায়ে l
আমি তাদের দেখেছিলাম তোমার আকম্পিত ওষ্ঠপুটে,
আমার অবশী কল্পনার উন্মত্ত আকাঙ্খাতে l
মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম তোমার পানে l
মেঘমেদুর প্রকৃতির যেন মেঘমল্লার রাগিনী তুমি,
হাজার বছরের কবিতারা ঝরে পড়ছিলো তোমার উপরে l
তারপর চোখের পলক পড়তেই ছন্দ:পতন,
আমাকে একলা ফেলে কবিতারাও মিলিয়ে গেলো তোমার সাথে l
ওগো কল্পমানবী, তুমি কি জানো কবিতারা কোথায় আছে?
কবিতারা কোথায় থাকে?