হারিয়ে গেছে মানুষ আজ, হারিয়ে গেছে হুঁশ ।
মনুষ্যত্বের চিতার উপর ধর্মেতে সে বুঁদ ।
কেউ বলে হিন্দু বড় , কেউ বলে ইসলাম ,
করতে ছোট অন্যকে সে অক্লেশে দুষে তার ধাম।
জন্মদাত্রী মা যখন নিভৃতে কাঁদে ,
ছেলে গায় তখন গোমাতার সাতকাহন ।
ইন্সা আল্লাহ্‌ বলে সে ছিনিয়ে নেয়
সাধারন মানুষের জীবন ।
ধর্ম আজ নেই আর হৃদয়ে বা ভাবনায় ,
সে পেয়েছে স্থান আজ মস্তিষ্কে আর চিন্তায় ।
মানুষের জন্য সৃষ্টি ধর্মের ,কত বৈচিত্র্য তার , কত রূপ ,
তাকেই আজ বানিয়েছে মানুষ ধ্বংসের ভয়াল রূপ ।
বাঁচতে যদি চাস রে মানুষ -
বুঝে নে কটি কথা ,
বাঁচার জন্য তৈরি ধর্ম , ধর্মের জন্য নয়রে বাঁচা ।
সব ধর্মই সমান রে ভাই , সব ধর্মই রাজা ।