এখনও স্বপ্ন দেখতে লাগেনা ট্যাক্স।
এখনও ইচ্ছে গুলো তো ঘুমিয়ে যায়নি।
চল না বেরিয়ে পড়ি।
চল না ঘুরে দেখি পৃথিবীটা হাতে হাত রেখে।
হয়ত বন্ধ চোখে,
কিন্তু তুই তো আমার পাশে।
জানি তুইও বলবি নাটক রাখ!
কি করব বল? পকেট যে ফাঁকা।
কিন্তু স্বপ্ন দেখতে এখনও তো লাগে না ট্যাক্স।
আর কল্পনা থাকলে শুনেছি,
স্বর্গ - নরকও নাকি দেখা যায়।
কল্পনায় ইশ্বর আল্লা যীশু কে,
নিজের মত করে ভেবে
মারামারি কাটাকাটি হাহাকার
যদি সবাই করতে পারে ,
তাহলে আমি, তোর হাতে হাত ধরে কল্পনায়
বিশ্বদর্শন করতে কেন পারব না?
যা কিছু সুন্দর, যা কিছু নিষ্পাপ ,
যা কিছু মানুষের জন্য,
তাদেরকে কল্পনায় দেখতে কেন পারবো না?
পারবো ! তবে চল না বেরিয়ে পড়ি।
এই হিংসার গণ্ডির বাইরে,
হাতে হাত ধরে, কল্পনায় বিশ্বদর্শনে ।