আজকাল আকাশ দেখতে খুব ভাল লাগে,
নীল আকাশ, বিশাল সীমাহীন নীলাকাশ;
কষ্টের রঙ নীলে পরিপূর্ণ হয়েও সূর্যালোকে
যে আকাশ হাসতে পারে,
খণ্ড খণ্ড আশার সাদা মেঘ নিজের বুকে ভাসাতে পারে,
(যদিও সে মেঘদলের বৃষ্টি হয়ে ঝরে পড়াই নিয়তি)
সে আকাশ আমার খুব খুব ভাল লাগে।
যে আকাশে ঝড় ওঠে, বজ্রাঘাতে কেঁপে ওঠে,
আবার মিষ্টি রোদের ছোঁয়ায় ঝলমলিয়ে হেসে ওঠে
সে আকাশ আমার ভাল লাগে।


অনেক কিছুই হয়নি হওয়া,
অনেক চাওয়াই হয়নি পাওয়া;
এখন ভাবছি সে সব ছেড়ে
চাইব শুধুই আকাশ হতে।