আমি কবিতার প্রেমে পড়েছি,
পড়েছি তাহার গতিময়, রূপময়,
তরঙ্গময় লীলা ছন্দে।
      আমি কবিতার প্রেমে পড়েছি,
সেই কবিতা আমার সাথে কথা বলে,
         গান শুনায় তার ঐন্দ্রজালিক
সুর লহরী মাধুরী কন্ঠে
         নিস্তব্ধ সহস্র রজনীভর।


আমি কবিতার প্রেমে পড়েছি,
পড়েছি তাহার কোমল তন্বী তনুর।
দীঘল ঘন কৃষ্ণ সর্পিল কেশরাশি উড়ে
তার নীল দিগন্তে
                বুঝি কোন মায়ায়!


      কবিতা তোমার মদমত্তা নয়ন দুহু
       মদমত্ত তৃষাতুর কবির তৃষ্ণা নিবারণ।


কবিতা তুমি কিশোরীর ঝুমুর নৃত্য,
কবিতা তুমি লায়লি- মজনুর বিরহে রচিত
অমর কাব্য গাঁথা,
কবিতা তুমি চন্ডীদাস- রজকীর প্রণয়ের কালের সাক্ষী,
কবিতা তুমি দুরন্ত কিশোর - কিশোরীর
অবারিত মাঠ ছুটাছুটি,
কবিতা তুমি পেছনে ফেলে আসা হাজার ইতিহাস।


    আমি কবিতার প্রেমে পড়েছি,
    প্রেমে পড়েছি তার লাজুক হাসিতে!
   প্রেমে পড়েছি তার রক্তিম উষ্ণ
     ওষ্ঠাধরের!

         আমি কবিতার প্রেমে পড়েছি,
         বেঁধেছি তারে প্রেমের শেকলে।


আমি আজি দারাজ কন্ঠে বলি,
         আকাশ- বাতাস থাকুক সাক্ষী
কবিতা,
          তোমায় ভালোবাসি।
ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসি,
কবিতা তোমায় ভালোবাসি।