ওরে আমার উড়াল পাখি,
যাও উড়িয়া বন্ধুর বাড়ি,
বন্ধুর বাড়ি কইয়ো গিয়া
আমি ভালো নাই,
আমি ভালো নাইরে পাখি,
আমি ভালো নাই।


বন্ধু বিনে জীবন আমার সিক্ত সলিলে,
তুই বিনে হৃদয় আমার পুড়ে অনলে।
নাইরে আমার মনে সুখ,
না দেখিলে বন্ধুর মুখ,
ওরে আমার পোষা পাখি
যাও উড়িয়া ত্বরা করি,
বন্ধুরে তুই কইয়ো গিয়া
আমি ভালো নাই,
আমি ভালো নাইরে পাখি,
আমি ভালো নাই।


পরান আমার উচাটন বন্ধুরে তুই ছাড়া,
তুই বিহনে নিঠুর বন্ধু জগৎ লাগে কারা।
তুই ছাড়া মন হয় উতলা,
রইতে নারি আমি একেলা,
ওরে আমার উড়াল পাখি
যাও উড়িয়া বন্ধুর বাড়ি,
বন্ধুর বাড়ি কইয়ো গিয়া
আমি ভালো নাই,
আমি ভালো নাইরে পাখি,
আমি ভালো নাই।


            
  রচনাকাল: ২৯/১০/১৮ খ্রিস্টাব্দ(রাত ৮.৪০ মিনিট)