বৃষ্টি নামে ঝোপে-ঝাঁড়ে,
বৃষ্টি নামে বন-বাঁদারে।


বৃষ্টি নামে টিনের চালে
রিমঝিমিয়ে তালে তালে।
বৃষ্টি নামে হাওর-বিলে,
আকাশ হতে ছন্দ তুলে।


বৃষ্টি নামে কেয়া বনে,
'দাদরা' তালে এই ভুবনে।
বৃষ্টি নামে হিমেল হাওয়ায়,
বৃষ্টি নামে দূর পাড়াগাঁয়।


বৃষ্টি নামে খেলার মাঠে,
দুষ্টু কিশোর মেতে ওঠে।
বৃষ্টি নামে ফসল খেতে,
বৃষ্টি নামে উদাস প্রাতে।


মেঘের বাড়ি দূরের গগন,
বৃষ্টি আসে আঁষাঢ়-শ্রাবণ।
বৃষ্টি নামে আকাশ থেকে,
পুকুর জলে এঁকে-বেঁকে।


বৃষ্টি নামে ওই নূপুর পায়,
টাপুর-টুপুর বৃষ্টি পড়ে নদীর ও গায়।


ছন্দ: স্বরবৃত্ত