চইলা যদি যাইবা কন্যা আমায় একলা একা রাইখা
সেই জ্বালা সই কেমনে!
চোখের আড়াল হইবা যদি
কেন গড়লা প্রেমের নদী
এখন কেন হইলা রে পর আমার ভুবনে?  


পড়শী আইসা হলুদ মাইখা দিলো তোমার গায়ে
তোমার ঠোঁটে তখন দেখলাম হাসি,
সোনার কঙ্কন পইড়া গলায় চললা শশুর বাড়িতে
আমার গলায় লাগাইয়া ফাঁসি!
ওরে বেইমান তুই বুঝলি না,
আমারে তাই খুঁজলিনা,
এখন চলছ তুমি কন্যা বড়লোকের বরের সনে।


ঘাটে আইসা ভিড়লো তোমার সুখ মিলনের নৌকা
চোখে তোমার মিছাই ঝরে কান্দন,
রাজপুত্র বরের সনে চলিলা নরম আলতা পায়ে  
ছিন্ন করিয়া মোর সাথে সকল বন্ধন
ওরে বেইমান তুই বুঝলি না,
একবার ফিরাইও চাইলি না
শুধু দুঃখ দিলারে বন্ধু আমায়  সিন্ধু সমান  মনে।