এই তো বুঝি এলে,
বুঝি সোনালি চিলের ডানায় চেপে
এলে অগভীর প্রথম অন্ধকারে;
এলে অস্তাচলে খয়েরি রঙের
পাখির ঠোঁটে চুপটি করে আমার
মনের মন্দিরে।
বুঝি কুয়াশার সকালে এক মুঠো
রোদ্দুর হাতে এলে;এলে সকল
ধোঁয়াশা টুটাতে আমার জীবনে।
এলে গভীর সমুদ্রে দিকভ্রান্ত জাহাজের
পথ খুঁজে পাওয়ার লাল নিশান হয়ে।
এলে ভয়ানক সমুদ্রে নাবিকের কম্পাস
হয়ে পাড়ি দিতে সহজে খুব।
বুঝি ফাগুনের রাঙা পলাশের
পাঁপড়িতে মৃদুল বাতাসে এলে,
বুঝি এলে প্রজাপতির ডানায় চেপে
কোনো এক সন্ধ্যায় কবির কাছে।