পাড়াগাঁয়ের সেই কালো মেয়েটি,
একলা পথে হেঁটে চলে প্রাণ সখি।
আসমান থেইকা নাইম্যা আইছে একটা কালো পরী,
গঞ্জ থেইকা আইন্না দিমু তারে সোনার চূঁড়ি।


সেই সোনার চূঁড়ি পইরা কন্যা সারা গাঁয়,
ঘুইরব সখি দেশ-বিদেশে মন যদি তার চায়।
রুপার নূপুর পইরা কন্যা নাচে হেলে দুলে,
বনের ময়ূর নাচে যেন তারই পেখম তুলে।


জল ভরিতে কালো মেয়ে যমুনাতে যায়,
কলস তাহার পূর্ণ করে নদী উছলায়।
কাজল কালো চোখ দুটি তার দীঘল কালো চুল,
নাকে পরে নোলক রাধে,খোঁপায় বাঁধে ফুল।


কালো মেয়ের কন্ঠে আছে এমনতর জাদু,
সেই জাদুতে হৃদয় আমায় হয় যেন কাবু।
কোমর জলে নাইমে কন্যা সিনান সে যে করে,
ঘনকালো ভেজা চুল বাতাসে তার নড়ে।
কলস কাঁখে গান গাইয়ে কন্যা পথ চলে,
সরষে মাঠে দেখেছিলেম তারে নয়ন তুলে।