সখি, মিনতি করিয়া ক'বো আজ তোমা
কৃতাঞ্জলিপুটে,এসো বৈকালে হেথায়
ক্ষুদ্র সরোবর তটে,নীলাম্বরি,পীত,
হরিদ্রা, সফেদ বস্ত্র পড়ি লালসা তব
হে কুমারী অমৃতভাষিণী। মধুকালে
আসিও মধুকরী মাধবী পিরানে
বিভাবসু অস্তাচলে যবে, করপুটে
কহি বিধূমুখি তোমায় অদ্যাপি কবি
সৈকতে, আসিও ভ্রমিতে গোধূলে সখি
চিত্তে জাগে যদি অভিলাষ তব। পদে
ঘুঙুর পড়ি আইস মাধবী মাধব
তরে বৃন্দাবনে। মুরারি মুরলি ধনি
বাজায় মধুস্বরে শ্রবণে তোমা অয়ি
ব্রজকিশোরী। কিন্তু তুমি নাহি সমিপ্যে
মম, তেঁই অচঞ্চল যমুনার নীর,
মন্দগতি বায়ু, ধূসর মেদিনী বামা
তব বিহনে যেন মম আঁখিতে লাগে।