তোমার হৃদয়-মন্দিরে রাখিও মোরে
      ভালোবেসে সখি-নিরবে,
রাখিও তোমার হাতের কনককঙ্কনে,
        ভালোবেসে প্রিয়ে-গৌরবে।


তোমার খোঁপায় যে ফুল বাঁধো সখি,
     তুলিও ভেবে আমায় সে- ফুল,
রাখিও আমায় সোহাগে তোমার মেঘকুন্তলে,
          করিও না যেন সখি-ভুল।


রাখিও তোমার কণ্ঠে হে করিয়া কণ্ঠমাল্য,
      আমারে সখি পূর্ণিমাতিথি,
আঁকিয়ো সোহাগে একটি বিন্দু তোমার ললাটে,
      রাখিও সযতনে  তোমার সিঁথি।


ভালোবেসে রাখিও  তোমার আঁচলে সখি
       রাখিও স্নান-শেষে ভেজা কুন্তলে,
বাঁধিও তোমার পরানে আমার পরানখানি
        রাখিও তোমার আঁখির জলে।


তোমার গানের মোহন সুরে রেখো আমায়,
       রাখিও সখি বীণার তারে,
রাখিও  আমারে  দিবস তপন-প্রভায়,
       চলিব পথ অন্ধকারে।


  নিরবে আদরে আমার নামটি লইয়ো মুখে,
         নিভৃতে বলো-ভালোবাসি,
  আমি তোমার মধুর নামের তালটি ধরি,
           সঙ্গোপনে কাছে আসি।


তোমার চোখের কাজল-রেখায় রেখো আমায়,
      আঁকিয়ো গোধুলি লগনে,
রাখিও তোমার মানসপটে- স্মৃতির পাতায় রেখো,
       সকল সময় জীবন-মরণে।