সফেদ নক্ষত্র থেকে কোন এক ফাগুন প্রভাতে শঙ্খচিলের ডানায় চেপে এলো
ভোর কপোত-কপোতী।
সবুজ ঘাসের ভিতর  মুঠো প্রেম,
যুগ-যুগান্তর  অন্তহীন  লাল-রেখা
ছুঁয়েছে দিগন্তরে।
পুরুষ দেখেছে রমণীর চোখে গোটা বিশ্ব  
তার মুগ্ধ আঁখির গভীর মায়ায় এঁকেছে সমস্ত প্রেম, সমস্ত মোহ, সমস্ত মুগ্ধতা!  
রমণীর প্রিয় ওষ্ঠাধরে নর লভেছে ইন্দ্রলোকের ইন্দ্র-তামরস।
চুলে তার আহা! কী মুগ্ধতা!
পরশে কুসুম কঠিন নর-হৃদ,
পাহাড়ের বুকে নির্মল নির্ঝরিণী, দেহ
ছুঁয়ে তার কচি সবুজ ঘাস।