তোমার জন্য বাগানে ফুটে অজস্র
            গোলাপ ফুল,
আকাশে রাতের চাঁদ স্নিগ্ধ আলো ছড়ায়
      তোমার জন্য।


তোমার জন্য দূর দিগন্তে জ্বলে সহস্র
              কোটি নক্ষত্র
বাদলের শেষে আঁকে সাতটি রংধনু
                   উদার গগনে,
    শুধু তোমার জন্য।


তোমার জন্য এত আয়োজন, এত উৎসব,
                  এত সংলাপ,
তোমার জন্য এক ঝাঁক পাখি উড়ে বেড়ায়
                        নীল দিগন্তে,
তুমি উৎসুক চোখে তাকিয়ে রবে,তাই।
উত্তাল সমুূদ্রের ঢেউগুলো শান্ত হল আজ
      শুধু তোমার জন্য।


তোমার জন্য এক কিশোরী একেঁছে বালির
                     উপরে গ্রাম্য বধূঁর ছবি।
তোমার জন্য বসন্তের কোকিল গান গায়,
           রাখাল বাজায় মধুর বাঁশরী,
বসন্ত বেলায় দখিনা বাতাস বয়,
            নদীর বুকে পাল তোলা নাও চলে,
      তোমার জন্য।


তোমার জন্য থমকে দাঁড়ায় পথিকেরা,
দূর সাইবেরিয়া হতে ছুটে আসে শীতের
                      পাখি হেথায়,
      শুধু তোমার জন্য।


তোমার জন্য দীঘির জলে ফুটে
                             লাল-নীল, পদ্ম-ফুল,
মাঝ সমুদ্রে পথহারা নাবিক ফের
              খুঁজে পায় পথের দিশা,
       শুধু তোমার জন্য।