শব্দের একটা টান আছে
নদীর চোরা স্রোতের মত


তাই শব্দেরা আমাকে
বয়ে নিয়ে যায়
কিনারা থেকে অনেক,
অনেক দূর


আসলে ওরা চায় না
আমার কবিতা
খুঁজে পাক তার বাড়ি


তবু সে কবিতা
ভাসতে থাকে
আমায় ঘিরে ঘুরতেই থাকে


আর শব্দের ঘ্রাণে অন্ধ আমি
নিঃশব্দ কবিতার কাছে
ধরা দেওয়ার জন্য


চুপ করে বসে থাকি


কিন্তু সে
ছুঁতে পারে না আমায়


শুধু এক পসলা দমকা বাতাস
বন্ধ জানালায় ধাক্কা দিয়ে
আবার ফিরে যায়


আর আমি
শব্দের সাথে সহবাসে
ভুলে থাকি


শব্দ পেরিয়ে যে কবিতা
সে এখনও খুঁজে পায়নি


তার ঘর।