দাঙ্গা-১


তোকে জোর করে
নিতে গিয়ে দেখি
এ তো আমারই
মায়ের শরীর!


দাঙ্গা-২


আমি ভাসতে ভাসতে চলেছি
একটা কিনারা পাবো বলে


আর দেখছি চারধারে
ঘিরে রয়েছে আমায়
শুধু উন্মাদ ঢেঊ


আমার উপর এসে বসেছে
এক ক্লান্ত পাখি


ভীষণ খিদে পেয়েছে তার
তাই সে ঠুকরে ঠুকরে
আমার গলিত শরীর থেকে
তুলে নিচ্ছে জীবনের রসদ


পিছমোড়া করে বাঁধা
আমার দুই হাত
শীতল, কঠিন
অপারগ


আমার মুণ্ডুহীন ধড়
হলফ করে বলতে পারে না
এ শরীর কার


একই যে গন্ধ
সব পচা মড়ার ।