শব্দের সিঁড়ি বেয়ে চলেছি
সেই কবিতার খোঁজে
যেখানে শব্দ নেই
কোন ছন্দ, কোন সুর
কিছুই নেই


শুধু এক ঢেউহীন বিস্তার
মেরু হিমে ঘুমিয়ে থাকা
পেঙ্গুইনের
চোখের মত


উঠছি তো উঠছি
বাঁকের পর বাঁক
এ কোন অন্তহীন বহুতল?


ক্লান্ত আমি
দু ফোঁটা শ্বাস রাখি
এক সিঁড়ির গায়ে


তারপর পিছু ফিরে দেখি
শব্দের সিঁড়িগুলি
কেমন যেন
জুড়ে গেছে সব


এক বিরাট ছায়া
আমার পিছু নিয়েছে
অজান্তে, নিঃশব্দে


তবে কি ...?


শব্দের জাল বুনে বুনে
ভুলেই গেছি
কবি নই


আমিই সেই কবিতা।