অন্ধকারের আড়ালে নয়
আমি নগ্ন হতে চাই
মুক্ত আলোর স্রোতে


ভাসতে ভাসতে
বয়ে যেতে চাই
কামহীন সেই শুভ্র
মেরু প্রভাতে


যেখানে তুষার ধুলো
পেতে রেখেছে চাদর
আমি ঘুমোব বলে


আকাশে
অদ্ভুত আলোর রংমশাল
আর স্তব্ধ বাতাস


বাঁধছে
কোন অপার্থিব সুর
মায়ের ঘুম-পাড়ানো
গানের মত


তবু বারেবার
কামনার উত্তাল ঢেউ
ফিরিয়ে দিয়ে যায়


আমায়


কল্লোলিত
এই জীবন সৈকতে।