ঘুমিয়ে পড়ার আগে
জানালার একটা পাল্লা খুলি
তারপর পর্দাটা তুলে দিই


দেখি বাইরে বিশ্রী একটা আলো
রাস্তার উপর দাড়িয়ে
বিরক্তিকর একটা বক্তৃতা করছে


কদমতলার ফাঁকা বেদী,
নতুন রঙ করা পার্টি অফিস
আর ক্লান্ত রাস্তার মোড়


হাই তুলতে তুলতে
শুনছে সেই ভাষণ


একটু দূরে অন্ধকারে
ঠায় দাড়িয়ে আছে


কচুরিপানায় ঢাকা পুকুরটা


একটা মাতাল
রোজ তার ধার দিয়ে যায়


একদিন সে ঠিক
পা হড়কে পড়বে


আর তারপর তলিয়ে যাবে
কচুরিপানার আড়ালে থাকা
কালো জলে


সেই দিনটি কি তবে আজই?


পুকুরটা একমনে তাই ভাবছে
আর তৈরি হচ্ছে


তার শিকারের জন্য।