ওরা আমায় ডেকেছিল
অনেকক্ষন ধরে
তবু আমি দিই নি সাড়া
ভেবেছিলাম
দিন তো অনেক বাকি
তবে কিসের এত তাড়া


তারপর যখন ওরা
তোমায় কাজে নিল
বুঝলাম তুমি
কেড়েছ আমার গ্রাস
আমারই ঘরে
আমার করেছ সর্বনাশ


তাই পথের বাঁকে
এক বৃদ্ধ গাছের ফাঁকে
ওঁত পেতে ছিলাম
কখন একলা তোমায় পাব


যখন দিনের শেষে
রাত ঘুমলো
চাঁদের আলো মেখে
দেখি তুমি একলা
এসেছ আমার কাছে
তোমার কাজের হিসেব দিতে


নিঝুম রাতে তুমি আমি
আর ছিল না কেউ
তবু বুকের মাঝে উঠল কেন
বাঁধ ভাঙা সেই ঢেউ


তুমি তখন সামনে আমার
দুচোখ ছল ছল
জোছনা তখন বাধনহারা
প্রাণের নেমেছে ঢল


রাখলে আমার পায়ের কাছে
তোমার কাজের ভার
তোমায় তখন দিই ফিরিয়ে
সাধ্য কি আমার


যে মালা দিয়ে গেলে
তুমি আমায় খুলে
সে মালা তোমার গাঁথা
সাজে তোমারই গলে


তবে কেন দিলাম আমি
তোমায় যেতে গো চলে?