অন্ধকার এক গুহার মুখ থেকে
বেরিয়ে আসছে দুটি শীর্ণ হাত

এই স্বপ্নটা আমি রোজ দেখি

হাত দুটো আমার গলার কাছে এসে
থেমে যায়

আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নিয়ে
আবার ফিরে যায় গুহার ভিতর

আমি গুহার সামনে গিয়ে দাঁড়াই
বলি ‘চিচিং ফাঁক’

কিন্তু গুহার বন্ধ মুখ খোলে না
শুধু শুনতে পাই কেউ যেন...

না কাঁদছে না, দীর্ঘশ্বাসও নয়
শুধু বসে আছে

কখন আমি ঠিক মন্ত্রটা বলব
আর গুহার মুখটা খুলে যাবে ।