ঘুমের মত এসেছিল সে
আমার দুচোখ ভারী করে
পাশে এসে শুয়েছিল
যেমন করে গাছের শিকড়
মাটির গভীরে থাকে
কাছাকাছি
কিন্তু
একটু তফাত রেখে
দুজনেই খুঁজছিলাম
একটু জল:
মাটির শরীরে জেগে থাকা
নিঃশব্দ আদ্রতা
আর ঘুমের ভেতর
ছড়িয়ে পড়ছিলাম
মাটির আরও গভীরে
তারপর আমাদের থেকেও
বেরোল শেকড়
দেখতে দেখতে
একটা বিরাট জায়গা জুড়ে
মাটির আরও আরও গভীরে
আমরা মেলে দিলাম
আমাদের
তাও সেই তৃষ্ণা
কিছুতেই মিটল না।