ভাতের মধ্য লুকিয়ে থাকা কাঁকরের মতো
তোমায় খুঁজছি আজ;
চারিপাশের অন্ধ অলিগলি পেরিয়ে
নির্জন পথের প্রলম্বিত ছায়ায় ছায়ায় ।
নারিকেল পাতার কারাগারে বন্দি চাঁদের মতো
উঁকি দিচ্ছে চোখে শুধু তোমার স্মৃতিরাই ।
অথচ কথা ছিলো
সারিবদ্ধ পিঁপড়েদের লাইনের মতো
একই পথে হেঁটে যাবে আমাদের জীবন
আমাদের স্বপন , আমাদের সমস্ত
অনুভূতির অনুরণন ।
মেঠো ইঁদুরের মতো একই সাথে খুঁজে নেবো
জীবনের উঠোন থেকে আমরা সব সুখের কণা ।
আর নিজেদের মতো আঁকব
একটা প্রেমের রামধনু ।


সে সব ইচ্ছেরা আজ মুখ গুঁজেছে ভাঁটায়,
জলস্তরও নেমেছে হৃদয়ের পাড় থেকে
অনেকটা নীচে । বালির উপর ঘর বানায় বিষণ্ণতা ।
তবু ভালোবাসা
মাঝ রাতে মাছধরা জেলেদের নৌকোর মতো
এখনো ঘুরে বেড়ায় টিমটিমে কিছু আলো বুকে নিয়ে
তোমার অন্বেষণে
শুধু তোমার অন্বেষণে ।