জ্যোৎস্না জড়ানো মেঘের পাগড়ি মাথায় বেঁধে
দাঁড়িয়ে আছে গহীন রাত ।
নীরবতার জমিতে ফলছে শীতলতার ফসল ।  
এখন তুমি বুক পকেটে রাখা কলমটার মতো  
আরো একটু সন্নিকটে এসো ।
সকল দ্বিধাবোধের চৌকাঠ পেরিয়ে
জ্বলে দাও লাজুকহীনতার উঠোনে
সম্মতির প্রদীপ ।


আমি তোমার বুকের ভেতর রেখে দেবো-  
শত কোকিলের সমবেত কণ্ঠস্বরের সুখ ।
মন দেওয়ালে ঝুলিয়ে দেবো-
দুঃখ গেলা দীপাবলির আলো।  
ঠোঁটের উপর বিছিয়ে দেবো-
উষ্ণতার রঙিন কার্পেট ।
যে কার্পেট বেয়ে কামনারা
পর্বত আরোহীদের মতো হেঁটে যাবে
আমাদের স্বপ্ন শিখর অভিযানে ।


আর আমাদের অকৈতব প্রেম
দুধ সাদা খরগোশ হয়ে ঘুরে বেড়াবে
হৃদয় জুড়ে ।
উপহার দেবে এক চির বসন্তের দেশ ।