শীর্ণ-জীর্ণ । শ্রীহীন । গতিহীন ।
বুক চিতিয়ে শুয়ে আছে
একটা আধমরা খাল
ভবিষ্যতের দিকে মাথা করে ।


যার এক হাঁটু জলে
হাপু টানছে কাদা জল খাওয়া
পুঁটি, চাঁদা, মৌরলা মাছের জীবন ।
কান্না ভেজা চোখে প্রার্থনা করছে―
একটু বাঁচার
একটু স্বস্তির
একটু স্বচ্ছলতার জোয়ারের।


অথচ অন্যদিকে সেই সুযোগে দিব্যি
উদর পূর্তি করেছে কিছু বক ।


গর্ত খুঁড়ে ডেরা বানাচ্ছে কিছু দাঁতাল কাঁকড়া ।
বিস্তার করছে নিজেদের আধিপত্য ।