লোকটি গলায় সাম্যবাদের উত্তরীয় ঝুলিয়ে;  
সমাজতন্ত্রের মাটি কুপিয়ে কুপিয়ে
পুঁতে দিচ্ছে আবারও আগের মতোই    
মঞ্চের উপর থেকে  
নানান রকম 'কথার সবুজ চারা'।  
- নারীদের সমমর্যাদা দেওয়া,  
- তাদের বাক স্বাধীনতা দেওয়া।
- শিক্ষায়-দীক্ষায়, বিজ্ঞানে- প্রযুক্তিতে    
  সমান অধিকার দেওয়া ।
- বাল্যবিবাহ
- পণপ্রথা
- বধূ নির্যাতন, ভ্রূণ হত্যা ও ধর্ষণের প্রতি
আরও কঠোর হওয়া।
সর্বোপরি ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর
মাখন মাখিয়ে;  চারিপাশে
সচেতনতার পায়রা উড়িয়ে
শীতল স্নিগ্ধ ছায়ায় ভরিয়ে দেবার অঙ্গীকার ।

আর আমি  
এমন কত রকম 'কথার বন-বাদাড়' পেরিয়ে  
যখন দিনের শেষে ঘরে ফিরি,  
দেখি-  
মাইলের পর মাইল আগুন বিছানো পথ মাড়িয়ে
অগ্নিপরীক্ষা দিতে দিতে হেঁটে চলছেন
আজও আমার মা ! ...একা।


        **************