বুকের ভেতর বিষণ্নতার বরফ 
জুড়াচ্ছে সব সম্পর্কের উত্তাপ, 
কে আর আদর করে পিঠ চাপড়ে 
ঘুম পাড়িয়ে দেবে মনখারাপ।


এখন তুমি তোমার মতো ব্যস্ত খুব 
হয় না একটুও সময়ের ছিদ্র, 
অভিমানের নদী অপেক্ষায় মিশে
দু'চোখের জলবায়ু হয় আর্দ্র। 


তোমার অযত্ন অন্ধকার জাগায়
হৃদয় পাতায় শব্দ হারায় কলম, 
তুমি ছাড়া কে আর বুলিয়ে দেবে
বুকের ক্ষতে ভালোবাসার মলম !


তাকিয়ে থাকি অনিমিখ দৃষ্টিতে 
নিঃসঙ্গতা বাসা বাঁধে মনের খোপে, 
কিছু স্বপ্ন থাকে স্বপ্ন হয়েই, আশারা 
ভরসা হারায় হতাশার প্রকোপে।


দুটি জীবন আজ দু'দিকে বেঁকেছে
নড়বড়ে হচ্ছে যোগাযোগের সাঁকো,
দূরত্ব আসলে ভালোবাসার বিশ্রাম 
তুমি তোমার মতোই ভালো থাকো।