সমস্ত ছায়াপথ ধরে যখন ছোটে আলোদের রথ ।    
ধূমকেতু নীহারিকা শুকতারা সপ্তর্ষিমণ্ডল
সব স্থির হয়ে দাঁড়ায় কলা মোচার মতো
        মাথা নিচু করে ।  
বাতাসের মুখে থাকেনা টু শব্দটিও;
তাদেরও বুকে জমাট বাঁধে ত্রাস।        
ঝরে পড়ছে এখানে ওখানে  নিমেষেই
গৃহহীন গ্রহপুঞ্জদের লাশ,  

তবু এ সব আলোদেরই
আঙুলের ইশারায় বিশ্বব্রহ্মাণ্ড নাচে।  
যারা কিনা আজও সূর্য কেনে  
মেঘ বালিকাদের বেচে .......