একটা শব্দের ভেতর― সবুজ গ্রাম। শান্ত নদী।
স্নিগ্ধ ছায়া। আকাশ ভরা পূর্ণিমা।


একটা শব্দের ভেতর―নম্র বাতাস। রোদের মিছিল।
সূর্যপ্রদীপ। অপার বিশ্বের মহিমা।


একটা শব্দের ভেতর― শান্তির সাম্রাজ্য। পাখির কূজন।
ছয়টি ঋতু। তুচ্ছ সকল উপমা।


একটা শব্দের ভেতর― কষ্ট উধাও। জলপট্টি সুখ ।
ভালোবাসার উত্তাপ। নেই কোনো পরিসীমা।


একটা শব্দ আসলে শব্দ নয়― জীবনের অভিধান।
বাঁচার মাটি। ভরসার শেকড়। সে আমার মা।