ক।
তুমি যাকে হাসি খুশি দ্যাখো ,
তাঁরও দু'চোখের নিচে জলস্তর।
আসলে আমরা ঢেউ-ই দেখতে অভ্যস্ত,
বুঝিনা ঢেউয়ের নিচেও থাকে কিছু নুড়ি-পাথর।


খ ।
দু'হাজারের উপর বন্ধু তোমার
তবুও পাশে থাকার বন্ধু এক বা দুই ।
এটাও যে এক রকম ভীষণ সত্যি
বুঝবে বিপদ যেদিন ঘিরে ধরবে শুধুই ।


গ।
অনেকদিন কথাও হয়নি;
দেখাও হয়নি যাদের সাথে ।
তারাই বুকের দোতলা ঘরে
পায়চারি করে একলা রাতে ।